ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর।।
তরুণ সংঘে আটকে গেল কর্নেল কোচিং সেন্টার। অনুর্ধ ১৩ ক্রিকেটে নেপকো মাঠে মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে সুযোগ টাকে কাজে লাগাতে পারেনি কর্নেলের ব্যাটসম্যানরা। ব্যাটে কর্নেলের একজন ব্যাটসম্যান ও দু অংকের রান করতে পারেনি। সুবাদে ২৩ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগৃহিত স্কোর দাঁড়ায় ২৯ রানে। বল হাতে তরুণ সংঘের হয়ে শুভ্রজিত সাহা ৪ টি উইকেট নেয়। এছাড়া দীপ্তনু চক্রবর্তী দুটি এবং একটি করে উইকেট নেয় রাজদীপ দাস ও শুভম দাসরা। পাল্টা খেলতে নেমে তরুণ সংঘ দল মাত্র ৩.৫ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নিলো। ব্যাটে বিজয়ী দলের হয়ে সায়নতন রায় ২৩ রানে অপরাজিত থাকে। বলে তরুণ সংঘের হয়ে একটি মাত্র উইকেট নেয় দীপ দেব।