বিপ্লবী বিসমিল, আশফাক, রোশন সিংকে তাদের মৃত্যু দিবসে শ্রদ্ধা নিবেদন বিজেপির

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় জনতা পার্টি মঙ্গলবার তিনজন মহান বিপ্লবীর আত্মত্যাগকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছে। বিপ্লবী বিসমিল, আশফাক, রোশন সিংকে তাদের মৃত্যু দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে বিজেপি ।

বিজেপি মঙ্গলবার সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে এই তিনজন মহান বিপ্লবীকে শ্রদ্ধা নিবেদন করেছে । বিপ্লবী রাম প্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান এবং রোশন সিং-কে এদিন স্মরণ করা হয়েছে। বিজেপি তার এক্স হ্যান্ডেলে লিখেছে, ” ভারতীয় জনতা পার্টি মহান বিপ্লবী রাম প্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান এবং রোশন সিং-এর মৃত্যুবার্ষিকীতে তাদের শ্রদ্ধা জানাচ্ছে, এঁনারা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *