হাফলং (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : ২৮ আসনের ত্রয়োদশ উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদ (নর্থ কাছাড় হিলস্ অটোনমাস কাউন্সিল সংক্ষেপে এনসিএইচএসি)-এর নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি।
রাজ্যের অর্থমন্ত্রী তথা এনসিএইচএসির নির্বাচনী পর্যবেক্ষক অজন্তা নেওগ আজ হাফলঙে ডিমা হাসাওয়ের জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সব আসন (২৮)-এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
উল্লেখ্য, আগামী ৮ জানুয়ারি ২৮টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণা হবে ১২ জানুয়ারি।