(আপডেট) ভারী বর্ষণে বিপর্যস্ত তামিলনাড়ু; চার জেলায় ”লাল সতর্কতা, উড়ান পরিষেবা বিঘ্নিত

চেন্নাই, ১৮ ডিসেম্বর (হি.স.): অনবরত বৃষ্টির জেরে তামিলনাড়ুর জনজীবন বিপর্যস্ত। রাজ্য সরকার প্রবল বৃষ্টির কারণে তিরুনেলভেলি, থুথুকুড়ি, কন্যাকুমারী ও তেনকাশিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসে ছুটি ঘোষণা করেছে। তামিরাভারানি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। পাপানাসম ও সেভালুরু বাঁধ জলে পরিপূর্ণ। এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘন্টার জন্য তিরুনেলভেলি, থুথুকুড়ি, কন্যাকুমারী ও তেনকাশি জেলায় ভারী বৃষ্টিপাতের ”লাল সতর্কতা” জারি করেছে চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের ডিরেক্টর এস বালাচন্দ্রণ বলেছেন, আগামী ২৪ ঘন্টার জন্য তেনকাশি, থুথুকুড়ি, তিরুভেনেলি এবং কন্যাকুমারী জেলার জন্য ”লাল” সতর্কতা অব্যাহত থাকছে।

শনিবার ভোর থেকেই অবিরাম বর্ষণ চলছে তামিলনাড়ুর দক্ষিণের চার জেলা তিরুনেলভেলি, তুতিকোরিন, তেনকাশি এবং কন্যাকুমারীতে। বৃষ্টিতে জেলাগুলির অধিকাংশ শহরে হাঁটু সমান জল দাঁড়িয়ে গিয়েছে। সোমবার বৃষ্টি বিপর্যস্ত এলাকাগুলির স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। খারাপ আবহাওয়ার জেরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তুতিকোরিনমুখী সমস্ত বিমান।
বৃষ্টির জেরে বড় প্রভাব পড়েছে ট্রেন চলাচলের উপরেও। তিরুনেলভেলি থেকে ছাড়া এবং ওই গন্তব্যের উদ্দেশে যাওয়া সতেরোটি ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসও। এই পরিস্থিতিতে সোমবারও তামিলনাড়ুর ওই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির কারণ হিসাবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই কারণেই এই দুর্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *