ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।।প্রাইজমানি পুরুষদের ভলিবল প্রতিযোগিতা শুরু ১৯ জানুয়ারি। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। ৩৯ নং পুর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হবে প্রথম বর্ষ ‘গীতা রাণী দাস’ স্মৃতি ওই আসর। খেলা হবে অরুন্ধতীনগর স্কুল সংলগ্ম ৩৯ নং পুর ওয়ার্ডের মাঠে। আসরে অংশ নিতে ইচ্ছুক ক্লাব বা সংস্থা গুলোকে ১৭ জানুয়ারির মধ্যে এন্ট্রি জমা দিতে বলা হয়েছে। এন্ট্রি ফি ৫০০ টাকা। সেরা দল পাবে সুদৃশ্য ট্রফি সহ ৩০ হাজার টাকা। নাম জমা দিতে হবে তাপস নাগ বা বিমান দেব বা শঙ্কর ঘোষ বা বিপ্লব চন্দ-র কাছে। উদ্যোক্তা কমিটির পক্ষে অলক রায় এক বিবৃতিতে এখবর জানান।