নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও”ব্রায়েনের পাশে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সংসদের শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া ডেরেকের সাসপেনশন প্রত্যাহারের জন্য রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খাড়গে অনুরোধ জানিয়েছেন, ডেরেকের সাসপেনশন যেন প্রত্যাহার করে নেওয়া হয়।
ধনখড়কে লেখা চিঠিতে খাড়গে উল্লেখ করেছেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও”ব্রায়েনের সাসপেনশন প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানাচ্ছি আমি। ১৩ ডিসেম্বর সংসদে যে ঘটনা ঘটেছিল, সে বিষয়ে তাঁর দাবি ন্যায়সঙ্গত ছিল। সংসদের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিও জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।