“আইএনডিআইএ” জোট প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমতা থেকে তাড়িয়ে দেবে: লালু

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : “আইএনডিআইএ” জোট প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমতা থেকে তাড়িয়ে দেবে”, বলে সোমবার মন্তব্য করেন আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব। “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে ফিরবেন”, বিজেপির এই দাবিকে কেন্দ্র করে সোমবার লালু প্রসাদ বলেন, “আইএনডিআইএ জোট তাঁকে ক্ষমতা থেকে তাড়িয়ে দেবে”। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লালু প্রসাদ যাদব একথা বলেন। তিনি মঙ্গলবারের “আইএনডিআই” জোটের বৈঠকে উপস্থিত হতে দিল্লির ফ্লাইট ধরতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। এদিন লালু প্রসাদ যাদবের সঙ্গে ছিলেন,তাঁর পুত্র এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

সূত্রের তরফে জানা গিয়েছে, লালু সহ সকল জোট সদস্যই আসন্ন বৈঠকের জন্য অপেক্ষা করছেন। এই বৈঠকে সমস্ত জোট সদস্যরা একসঙ্গে বসে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কৌশল তৈরি করবে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *