ভারতের উন্নয়নের স্বার্থে নারী, যুব শক্তি, কৃষক ও প্রতিটি দরিদ্রের উন্নয়নও খুব গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বারাণসী, ১৮ ডিসেম্বর (হি.স.): ভারতের উন্নয়নের স্বার্থে নারী শক্তি, যুব শক্তি, কৃষক ও প্রতিটি দরিদ্রের উন্নয়নও খুব গুরুত্বপূর্ণ। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আমার কাছে এই চারটি জাতই সবচেয়ে বড়। এই চার জাতি শক্তিশালী হলে গোটা দেশ শক্তিশালী হবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বারাণসীতে নিজের সংসদীয় এলাকা সেবাপুরীতে বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশ নেন। সেখানে তিনি বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন।

এরপরই বারাণসীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বারাণসীতে ”কাশী সংসদ জ্ঞান পরিতি” রেজিস্ট্রেশন পোর্টাল এবং কোড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিকশিত ভারত সংকল্প যাত্রা থেকে চারটি ট্রেনের যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “যারা বঞ্চিত ছিলেন, তাঁদের বিশ্বাস একদিন তাঁরাও নীতির সুফল পাবেন। জনগণের বিশ্বাস দেশের বিশ্বাসকেও বাড়িয়ে দিয়েছে যে ২০৪৭ সালের মধ্যে ভারত অবশ্যই এগিয়ে যাবে।”
প্রধানমন্ত্রীর কথায়, “এখন কাশী-সহ সমগ্র দেশ উন্নত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বিকশিত ভারত সংকল্প যাত্রা পৌঁছেছে হাজার হাজার গ্রামে, হাজার হাজার শহরে। এই যাত্রায় যোগ দিচ্ছেন কোটি কোটি মানুষ।” মোদী বলেছেন, “যাঁরা আকর্ষণীয় দেব দীপাবলি দেখেছেন, এমনকি বিদেশিরাও আমাকে সব কথা বলেছেন। জি-২০ সম্মেলনে প্রতিনিধি হোক অথবা বারাণসীতে আগত অতিথি, যখন তারা বারাণসীর জনগণের প্রশংসা করেন, আমি গর্বিত বোধ করি… যখন বিশ্ব কাশীর মানুষের কাজের প্রশংসা করে, তখন তা আমাকে সবচেয়ে আনন্দিত করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *