আগরতলা, ১৮ ডিসেম্বর: সমকাজে সমবেতন প্রদান, অবসর প্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরকালীন ভাতা বৃদ্ধি সহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা অধিকার দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা।
জনৈক সহায়িকা দাবি জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালের ড্রাম, আলমারী ও শিশুখাদ্য রাখার জন্য পাত্র দেওয়ার ব্যবস্থা করা, সব পুরানো অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি শৌচালয়ের ব্যবস্থা করা, আগামী গ্রীষ্মকালের আগে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা এবং অবসর প্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরকালীনভাতা ৭৫০ টাকা ও ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার (৫০০০) টাকা সহ তিন হাজার (৩০০০) টাকা প্রদান করা হোক।
তাঁরা আরও দাবি জানিয়েছেন, সমকাজে সমবেতন প্রদান করারও দাবি জানিয়েছেন তিনি।