ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।। অপরাজেয় এডি নগর। টানা ছয় ম্যাচে জয়। এককথায় ডাবল হ্যাটট্রিক। আজ, সোমবার ষষ্ঠ ম্যাচে চাম্পামুরাকে সাত উইকেট হারিয়ে এডি নগর জয়ের ধারা অব্যাহত রেখে ডাবল হ্যাটট্রিক করে নিয়েছে। খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট। সকালে ম্যাচ শুরুতে টস জিতে চাম্পামুরা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। তবে এডি নগরের ফিল্ডারদের দক্ষতায় পাঁচটি উইকেটের রান আউট চাম্পামুরাকে ৪৫ রানে থামিয়ে দেয়। জবাবে এডি নগর প্লে সেন্টার ২৩ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে তীর্থ চক্রবর্তী ১৫ রানে তিনটি উইকেট দখল করে ম্যাচের সেরা হয়েছে। এদিকে জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে শতদল সংঘ প্লে সেন্টারও। খেলা ছিল তালতলা স্কুল মাঠে। টস জিতে শতদল সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত ৪০ ওভারে পাঁচ উইকেটে ১৩৪ সংগ্রহ করলে জবাবে মৌচাকের ইনিংস ১১৩ রানে গুটিয়ে যায়। বিজয়ী দলের পক্ষে পাপাই দাসের অপরাজিত অর্ধশত রান (৫২ রান) ও ১৮ রানে তিন উইকেট দখল ম্যাচের সেরা স্বীকৃতি এনে দেয়। এছাড়া, মৌচাকের ঋক নারায়ন পাল তিনটি উইকেট পেয়েছে ২১ রানের বিনিময়ে।