৩৭ জনকে অফার, সরকারি ও বেসরকারি চাকুরীর মধ্যে অনেক তফাৎ : খাদ্যমন্ত্রী

আগরতলা, ১৮ ডিসেম্বর: সরকারি ও বেসরকারি চাকুরীর মধ্যে অনেক তফাৎ। রাজ্য সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যোগ্য প্রত্যাশীদের হাতে চাকুরীর দেওয়া হয়েছে।আজ সচিবালয়ের ২নং কনফারেন্স হলঘরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন ৩৭জন প্রত্যাশীদের হাতে নিয়োগ পত্র তুলে দিয়েছেন খাদ্যমন্ত্রী।

এদিন তিনি অফার প্রাপকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, সময় মতো অফিসে এসে কাজ সম্পূর্ণ করার বড় দায়িত্ব। পাশাপাশি জনগণকে হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য করা।

এদিন তিনি সকলের সুস্বাস্থ্য – সফল কর্মজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *