করাচিতে সিলিন্ডার ফেটে মৃত্যু ৩ জনের; আহত কমপক্ষে ৯ জন, ভেঙে পড়ল ভবন

করাচি, ১৮ ডিসেম্বর (হি.স.): পাকিস্তানের করাচিতে গ্যাস সিলিন্ডার ফেটে প্রাণ হারালেন ৩ জন। ভয়াবহ এই বিস্ফোরণে ভেঙে পড়ে আবাসিক ভবনটি, এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ৮ জন। সোমবার ঘটনাটি ঘটেছে করাচির মাচার কলোনিতে। বিস্ফোরণের তীব্রতায় মাচার কলোনির মৌরীপুর রোডের ধারে অবস্থিত দোতলা বাড়িটি ভেঙে পড়ে।

পুলিশ জানিয়েছে, দোতলা ভবনের একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি সংলগ্ন ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল। এই বিস্ফোরণের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে ও ৯ জন আহত হয়েছেন।