আগরতলা, ১৬ ডিসেম্বর: যথাযোগ্য মর্যাদায় রাজ্যে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষ্যে এলবার্ট এক্কা পার্কে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
প্রসঙ্গত, নয় মাস মুক্তি যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯০ হাজর সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
এদিন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাকিস্থানের হাত থেকে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ গঠনে প্রধান সহযোগী ছিল ভারত। আজকের দিনে প্রায় ৯০ হাজার পাক সেনা ভারতীয় সেনার কাছে আত্নসমর্পণ করেছিলেন। এই আত্মসমর্পণ সারা দেশের মধ্যে সবচাইতে বড় সমর্পণ ছিল।
এদিন তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশ গঠনে আত্মবলিদান দিয়েছিলেন বহু ভারতীস সেনা।

