ত্রিপুরা-১১৯ & ৭৬/২
পাঞ্জাব-৩৪৭/৮
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। পরাজয়ের দোরগোড়ায় ত্রিপুরা। বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয় দিনেই শেষ হয়ে যাবে ম্যাচ। এবং পরাজয় দিয়েই মরশুম শেষ করবে ত্রিপুরা। দ্বিতীয় দিনের শেষে খাদের কিনারায় রাজ্যদল, ঘরের মাঠে। অনূর্ধ্ব-১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনিংস পরাজয় এড়াতে ত্রিপুরার আরও দরকার১৫২ রান। হাতে রয়েছে ৮ উইকেট। ত্রিপুরার গড়া ১১৯ রানের জবাবে পাঞ্জাব প্রথম ইনিংসে ৩৪৭ রান করে। ২২৮ রানে পিছিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৭৬ রান করে। উইকেটে দ্বীপজয় দেব ৫৩ রানে অপরাজিত রেয়েছেন। প্রথম দিনের ২ উইকেটে ৯৬ রান নিয়ে খেলতে নেমে শনিবার দ্বিতীয় দিনে আরও ৫ উইকেট হারিয়ে ২৫১ রান যোগ করার পর ইনিংসের সমাপ্তি ঘোষনা করে সফররত পাঞ্জাব দল। দলকে টেনে নিয়ে যান দলনায়ক ক্রিস ভগৎ এবং পারমিশ কুমার। তৃতীয় উইকেটে ওই জুটি ৩২৪ বল খেলে ১৬৬ রান যোগ করে পাঞ্জাবকে চালকের আসনে বসিয়ে দেন। ক্রিশ ২২৭ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫১ এবং পারমিশ ১৯০ বল খেলে ১৭ টি বাউন্ডারির সাহায্যে ১১০ রান করেন। এছাড়া দলের পক্ষে অর্জুন রাজপুত ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং আরিয়ন যাদব ২২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। ত্রিপুরার পক্ষে অর্কজিৎ রায় ৮২ রানে ৪ টি এবং প্রণবিন্দু সাহা ৭১ রানে ২ টি উইকেট দখল করেন। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয দিনের শেষে ত্রিপুরা ২১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৭৬ রা করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার দ্বীপজয় দেব ৫৮ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ রানে এবং রোহন বিশ্বাস ৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৪ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দেবাংশু দত্ত ৪৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। পাঞ্জাবের পক্ষে অনমোলজিৎ এবং শুভম রাণা ১ টি করে উইকেট পেয়েছেন। ত্রিপুরা এখনও পিছিয়ে রয়েছে ১৫২ রান।