BRAKING NEWS

ধর্মনগরে উদ্বোধন হলো একমাস ব্যাপী খেলো ধর্মনগর প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ ডিসেম্বর : দীর্ঘ প্রতীক্ষার পর ধর্মনগরের বুকে সাড়া জাগানো খেলো ধর্মনগর উদ্বোধন হলো শনিবার সকাল ৯ টায় বিবিআই ময়দানে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুরো পরিশোধের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ, পুরো পরিষদের এক্সিকিউটিভ অফিসার শ্যাম জ্যোতি জমাতিয়া, উত্তর জেলার যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিক অমিত কুমার যাদব এবং অহ্বায়ক বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি নাথ।

 হাজার খানেক শিল্পীর শিল্প প্রদর্শনীর মাধ্যমে এই খেলো ধর্মনগর প্রতিযোগিতার উদ্বোধন হয়। একমাস ব্যাপী এই প্রতিযোগিতার পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন আহ্বায়ক শ্যামল কান্তি নাথ। প্রতিযোগিতার ম্যাসকটের নাম দেওয়া হয় গুড্ডু।

আড়াই থেকে তিন হাজার প্রতিযোগী একমাস ব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিধায়ক ফান্ডের ৪ লক্ষ ৮২ হাজার টাকা প্রাইজ মানি হিসেবে দান করা হয়। বিধায়ক বিশ্ববন্ধু সেন জানান ধর্মনগরে নেতাজি জন্মজয়ন্তী, বসন্ত উৎসব এবং মহালয়া এতদিন পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হতো এখন থেকে নতুন সংযোজন হলো খেলো ধর্মনগর প্রতিযোগিতা। ক্রিকেট ম্যাচের মাধ্যমে ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ এবং শিক্ষা ভবন মন্তেসরি এর মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আজ থেকে দীর্ঘ এক মাস এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ধর্মনগর শহর জমজমাট হয়ে থাকবে। রাজ্যের বুকে এই ধরনের প্রতিযোগিতা প্রথম হচ্ছে বলে বর্ণনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *