চড়িলাম,১৬ ডিসেম্বর: একের পর এক গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পাচ্ছে বিশালগড় থানার পুলিশ। শনিবার সকাল থেকে টানা সাত ঘন্টা অভিযান চালিয়ে গাঁজা বাগান ধ্বংস করে।
গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার ওসি তাপস দাস এর নেতৃত্বে থানার পুলিশ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর সহ থানার অন্যান্য পুলিশ, মহিলা টিএসআর, বিএসএফ, জওয়ান এবং এনসিবি পার্টি যৌথভাবে চেলিখলা এলাকায় ৬৩ একর খাস জমিতে গড়ে ওঠা ৪৩ টি নতুন গাঁজা বাগানে অভিযান চালিয়ে আনুমানিক ১,২৭,৫০০ টি গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয়।
অন্যান্য বছরের মতো এই বছরেও বিশালগড় থানা এলাকার যতগুলি গাঁজা বাগান রয়েছে সবগুলি বাগান কেটে ধ্বংস করতে সম্ভব হবে বলে জানান বিশালগড় থানার ওসি। বিশালগড় থানার ওসি তাপস দাস বলেন ,খাস জমিতে গড়ে উঠা গাঁজা বাগান গুলো ধ্বংসকরা হয়েছে। চেলিখলা এলাকায় ৬৩ একর খাস জমিতে গড়ে ওঠা ৪৩ টি নতুন গাঁজা বাগানে অভিযান চালিয়ে আনুমানিক ১,২৭,৫০০ টি গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে।