আগরতলা, ১৫ ডিসেম্বর: গোপন সুত্রে খবরের ভিত্তিতে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী এনএলএফটি( বিশ্ব মোহন) দুই বৈরীকে জালে তুলতে সক্ষম হয়েছে ত্রিপুরা পুলিশ। গতকাল গভীর রাতে গ্রেফতার করা হয়েছে তাঁদের।
সামাজিক মাধ্যমে পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী এনএলএফটি ( বিশ্ব মোহন) বৈরী আর্মি চিফ শচিন দের্ববমা এবং সেক্রেটারি জেনারেল উৎপল দের্ববমাকে পুলিশ গ্রেফতার করেছে। এর সাথে ত্রিপুরা পুলিশ এখন গত দেড় বছরে ২৪ এনএলএফটি (বিএম) নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে।
গোয়েন্দা তথ্য উপর ভিত্তি করে পুলিশের বিদ্রোহ বিরোধী অভিযানগুলি আগের বছরের তুলনায় অনেক বেশি সফল হয়েছে। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ।

