‘পা ধরে লাভ নেই…’, মোদী-মমতা বৈঠকের আগেই কটাক্ষ শুভেন্দুর

পূর্ব মেদিনীপুর, ১৫ ডিসেম্বর (হি.স.): আগামী ২০ ডিসেম্বর বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া নিয়ে দুই তরফে আলোচনা হবে বৈঠকে। তবে বৈঠকে গিয়েও রাজ্যের বকেয়া আদৌ মিটবে না বলে আগাম জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কটাক্ষ, ‘ মোদীজির পায়ে ধরে লাভ নেই।’

শুক্রবার হলদিয়ায় একটি সভাতে অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পা ধরে কোনও লাভ হবে না। প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর সময় চাইলে নিয়মমাফিক উনি সময় দেন। লাভ কিছু হবে না।’ অর্থাৎ, রাজ্যের বকেয়ার দাবি নিয়ে মুখ্যমন্ত্রী তাঁর কাছে দরবার করলেও কোনও আর্থিক সাহায্য মিলবে না বলে আগেই জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু এদিন জানান, আগে চোরেরা জেলে যাবে। তারপর প্রকৃত উপভোক্তারা কাগজ গুছিয়ে রাখবেন। আমরা আপনাদের টাকা দেব। তিনি বলেন, ‘আপনাদের যাঁরা টাকা মেরেছে, আগে তাদের জেলে দেখতে চাই। আমরা সিবিআই চাই। আবাস যোজনার চোরদের নাম বাতিল করতে হবে, যাঁরা প্রকৃত প্রাপক, তাঁদের নাম যুক্ত করতে হবে।’

শুভেন্দু অধিকারী এদিন জানান, উত্তরবঙ্গের ন্যায় আগামী ২০ তারিখও তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিজেপি।

প্রসঙ্গত, শুক্রবার হলদিয়ায় সতীশ সামন্তর জন্মবার্ষিকীতে একটি বিশেষ প্রতিবাদ সভার আয়োজন করে বিজেপি। সেই সভার প্রধান বক্তা হিসেবে শুভেন্দু অধিকারী আগামী দিনে তমলুক, কাঁথি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীদেরকে লোকসভা নির্বাচনে জেতানোর ব্যাপারে বার্তা দিয়ে যান। আওয়াজ তোলেন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে একাধিক দুর্নীতি নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *