শান্তিরবাজার, ১৫ ডিসেম্বর: রাজ্যসরকার চাইছে নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে। রাজ্য সরকারের উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজ করে যাচ্ছে বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস। ওসির উদ্যোগে প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান চালানো হচ্ছে।
অপরদিকে যুবসমাজ থেকে সকল অংশের লোকজনদের সর্বনাশা জুয়ার কড়াল গ্রাস থেকে রক্ষা করতে কাজ করে যাচ্ছে ওসি বিষ্ণু চন্দ্র দাস। একইদিনে বাইখোড়া থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নেশা বিরোধী অভিযান ও জুয়া বিরোধী অভিযানে সাফল্য অর্জন করলো বাইখোড়া থানার পুলিশ।
ওসি বিষ্ণু চন্দ্র দাসের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ নেশা বিক্রেতারও জুয়া খেলার সামগ্রী সহ জুয়া খেলার সাথে যুক্তদের আটক করতে সক্ষম হয় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ এই ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে হাতে একটি মামলা নিলো। বাইখোড়া থানার এইধরনের অভিযানে খুশি বাইখোড়ার লোকজনেরা।

