মধুবনী, ১৫ ডিসেম্বর (হি.স.) : বিহারের মধুবনী জেলার জয়নগর স্টেশনে আগুন লাগল পবন এক্সপ্রেসে। শুক্রবার পবন এক্সপ্রেসের এসি কামরায় আগুন লাগে। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে, ট্রেনে আগুন লাগায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিহারের মধুবনীর জয়নগর থেকে মুম্বইগামী পবন এক্সপ্রেসের এসি টু-টায়ার কোচে আগুন লাগে।
আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কর্মচারীদের বুদ্ধিমত্তার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ট্রেনের ছাড়ার সময় ছিল দুপুর ১টা। জানালা ভেঙে যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়। বগি থেকে নামার পর যাত্রীদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যায়। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।