ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে খুন হয়েছে এক ব্যক্তি, ধৃত তিন

আগরতলা, ১৫ ডিসেম্বর: ভাইয়ের বাড়িতে বেরাতে এসে বাড়ি ফেরার পথে খুন হয়েছে এক ব্যক্তি। ওই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। সোনামুড়া থানাধীন কালাপানিয়া চন্দ্রাবাড়ি জেবি স্কুল সংলগ্ন এলাকায় ওই ঘটনায় গোটা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে সোনামুড়া থানায় খবর আসে কালাপানিয়া চন্দ্রাবাড়ি জেবি স্কুল সংলগ্ন এলাকায় এক ব্যক্তির উপর আক্রমন চালিয়েছে। সেই খবরের ভিত্তিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। গতকাল ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছুলেন আব্দুল হক নামে এক ব্যক্তি। বাড়ি ফেরার পথে আব্দুল হকের উপর হামলা চালিয়েছে মীর হোসেন, তার ছেলে মনির হোসেন ও ভাতিজা ওসমান সানি। চাঞ্চল্যকর ওই ঘটানার আধ ঘন্টার মধ্যে পুলিশ তাঁদেরকে গ্রেফতার করেছে পুলিশ।