ধীরাজ সাহুর গ্রেফতারের দাবিতে বিজেপির বিক্ষোভে মিথিলেশ ঠাকুরের প্রতিক্রিয়া

রাঁচি, ১৫ ডিসেম্বর (হি.স.) : আয়কর বিভাগের তল্লাশিতে কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বিভিন্ন ঠিকানা থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর সাহুর গ্রেফতারের দাবি করছে বিজেপি । এখনও আয়কর বিভাগ এই মামলা নিয়ে কিছু সঠিক তথ্য প্রকাশ করেনি । যা নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শুক্রবার এমনই মন্তব্য করেন ঝাড়খন্ডের মন্ত্রী মিথিলেশ ঠাকুর৷

শুক্রবার ঝাড়খণ্ড বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে মন্ত্রী মিথিলেশ ঠাকুর বিজেপির বিক্ষোভের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি অধিবেশন শেষে সাংবাদিকদের বলেন, বিজেপি ধীরাজ সাহুর গ্রেফতারের দাবি করার সময়েও আয়কর বিভাগ এখনও এই মামলা সংক্রান্ত বিষয়ে কিছু সঠিক তথ্য প্রকাশ করেনি। ঠাকুর আরও জানান, আয়কর, ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলি কেন্দ্রে বিজেপি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। দেখে মনে হচ্ছে এখন বিজেপি এই এজেন্সিগুলিকে বিশ্বাস করছে না। এখন বিজেপির উচিত তার দলের নেতাদের দিল্লি থেকে রাঁচি পর্যন্ত এই কেন্দ্রীয় এজেন্সিগুলির পরিচালক এবং আধিকারিকদের পদে নিয়োগ করা।