নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : সংসদের নিরাপত্তা লঙ্ঘনের মূল ষড়যন্ত্রকারী ললিত ঝা দিল্লি পুলিশের হাতে । বৃহস্পতিবার রাতে, অভিযুক্ত স্বয়ং দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করে । তার পরই তাকে গ্রেফতার করা হয় বলে খবর। ললিতের আগে সংসদে হানায় এক মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, গোটা ঘটনার ‘মাস্টারমাইন্ড’ এই ললিত। তাঁর সঙ্গে কলকাতা-যোগও পাওয়া গিয়েছে বলে খবর।
দিল্লি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ললিত ঝা আত্মসমর্পণ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ললিতের খোঁজে বহু জায়গায় অভিযান চালায় পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে দিল্লিতে ভারতীয় দণ্ডবিধি এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গত কাল, বুধবার, সংসদে হানার পর থেকেই খোঁজ ছিল না ললিতের। পুলিশ তাঁকে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে। বৃহস্পতিবার রাতের দিকে রাজধানীর কর্তব্যপথ পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করে ললিত। তার পরই গ্রেফতার করা হয় তাকে। এর আগে যে চার জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের ৭ দিনের পুলিশি হেফাজত দেয় আদালত। ওই চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ছাড়াও বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইনে মামলা দায়ের করা হয়। ধৃত ললিত ঝা সম্পর্কে ইতিমধ্যে কিছু তথ্য পেয়েছে পুলিশ।
সূত্রের খবর, কলকাতার গিরিশ পার্কের একটি বাড়ির একতলায় আস্তানা ছিল তাঁর। করতেন গৃহশিক্ষকতাও। কিন্তু পড়শিদের দাবি, দেড় বছর আগে আচমকা বেপাত্তা হয়ে যান তিনি।
হিন্দুস্থান সমাচার / কাকলি

