বিরুধুনগর, ১৫ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় আতশবাজির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন একজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে বিরুধুনগর জেলার সাত্তুরের কাছে। বিস্ফোরণে কারখানাটি ধূলিসাৎ হয়ে গিয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। পুলিশ মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বিরুধুনগর জেলার সাত্তুরের কাছে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেখানে অবৈধভাবে আতশবাজি তৈরি করা হত। এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের, বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
সংসদের নিরাপত্তায় বিচ্যুতি নিয়ে উত্তাল লোকসভা, সদনের বাইরে বিক্ষোভ বরখাস্ত সাংসদদের
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): গণতন্ত্রের পীঠস্থান সংসদে নিরাপত্তা বিচ্যুতির ঘটনায় শুক্রবারও উত্তাল হয়ে উঠল নিম্নকক্ষ লোকসভা। নিরাপত্তায় গাফিলতি ও ১৪ সাংসদকে বরখাস্ত করার প্রতিবাদে শুক্রবার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। তুমুল হইহট্টগোলের কারণে দুপুর দু”টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন।
এদিকে, সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে এদিন সকালে বিক্ষোভ প্রদর্শন করেন সংসদের উভয়কক্ষ থেকে বহিষ্কৃত ১৪ জন সাংসদ। এই ১৪ জনের মধ্যে ১৩ জন লোকসভা ও একজন রাজ্যসভার সাংসদ। প্রসঙ্গত, শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য বৃহস্পতিবারই এই ১৪ জন সাংসদকে বরখাস্ত করা হয়। কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী এদিন সংসদ চত্বরে সাসপেন্ড হওয়া সাংসদদের সঙ্গে দেখা করেন।
আবার নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে এদিন সকালে ফের বৈঠকে বসল বিরোধীরা। সংসদের অভ্যন্তরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের চেম্বারে বৈঠকে বসেন বিরোধীদের আইএনডিআই জোটের নেতারা।

