রাজস্থানে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভজনলাল শর্মা, সমারোহে অংশগ্রহণ প্রধানমন্ত্রী সহ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর: রাজস্থানের জয়পুরে মুখ্যমন্ত্রী পদে জন্মদিনে শপথ নিয়েছেন ভজনলাল শর্মা। শপথ গ্রহণ সমারোহে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজ সমাজিক মাধ্যমে বলেন,  সুশাসন ও বিকাশের ডাবল ইঞ্জিন রাজস্থান সরকার পরিচালনায় ভজনলাল শর্মার সফল কার্যকাল কামনা করেছেন। 

এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী শ্রী শর্মাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।