এক অঙ্গনওয়ারী কর্মীকে ধর্ষনের চেষ্টা, ঘটনায় নগদ অর্থ সহ সোনার অলঙ্কার ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৫ ডিসেম্বর : ঊনকোটি জেলার কৈলাসহরের  সফরিকান্দি এলাকায় এক অঙ্গনওয়াড়ি কর্মীকে ধর্ষণের চেষ্টা ও মারধর করে গুরুতরভাবে জখম করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে ইরানি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
 সংবাদে প্রকাশ, ওই এলাকার বাসিন্দা সাইদুন নেসা বেগম  ওই এলাকারই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অভিযোগ, গতকাল বিকেলবেলা তিনি অফিসের কাজে গৌরনগর গিয়েছিলেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সফরিকান্দি এলাকায় যেতেই দুষ্কৃতীরা উনার উপরে ঝাপটে পড়ে এবং ধানের জমিতে নিয়ে বলপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে বলেও অভিযোগ। পাশাপাশি বেধড়কভাবে মারধর করেন ওই মহিলাকে।

ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলাকে প্রাণে মারবার চেষ্টা করে দুষ্কৃতীরা, এমনই অভিযোগ। এমনকি দুষ্কৃতিকারীরা ওই মহিলার সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা এবং ব্যাংকের এটিএম ও স্বর্ণের অলংকারও ছিনিয়ে নেয়। দুষ্কৃতীরা সাইদুন নেছা বেগমকে মারধোর করার ফলে গুরুতরভাবে আহত হয়েছেন তিনি। তবে কি কারনে উনার উপরে দুষ্কৃতীরা আক্রমণ চালাল তা এখনোও জানা যায়নি।

পরবর্তীকালে ওই মহিলার চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। তখনই নাকি দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আক্রান্ত মহিলা দুষ্কৃতীদের মধ্যে একজনকে  সনাক্ত করতে পেরেছেন ,যার নাম আজির উদ্দিন। তার বাড়ি সফরি কান্দি এলাকায় বলে জানিয়েছেন মহিলা।

উক্ত বিষয় নিয়ে ইরানি থানায় সাইদুন নেছা বেগম আজির উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগ মূলে তদন্ত শুরু করেছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় সাইদুন নেছা বেগম কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *