নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৫ ডিসেম্বর : আজ কৈলাসহর কেন্দ্রীয় বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপনা দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থাপনা দিবসের ৫০ বৎসর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই স্থাপনা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইও আকরামুল কবির, ওডিআর এম দিব্যেন্দু রায় চৌধুরী, কৈলাসহর কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল ঋতুরাজ।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরা শামিল হয়েছেন। এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী, অভিভাবক মহল ও শিক্ষক-শিক্ষিকা মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে এদিন।