১০ লাখ টাকার এসফক উদ্ধার, ধৃত ১

আগরতলা, ১৫ ডিসেম্বর: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে বড়োসড় সাফল্য পেয়েছে আমতলী থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে তল্লাশি চালিয়ে ২০৯০ বোতল এসকফ উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে এক যুবককে আটক করা হয়েছে।বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ১০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন আমতলী থানার এসডিপিও আশীষ দাশগুপ্ত।

আশীষ দাশগুপ্ত জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানায় খবর আসে মতিনগরে এলাকার বাসিন্দা বিকি মজুমদার বাড়িতে বিপুল পরিমাণে নেশা সামগ্রী মজুত আছে। সেই মোতাবেক বিশাল পুলিশ বাহিনীর নেতৃত্বে অভিযান চালানো হয়েছিল।বিকি দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০৯০ বোতল এসকফ উদ্ধার করতে সক্ষম হয়েছে আরক্ষা বাহিনী।