দেশের নিরাপত্তা লঙ্ঘনের জন্য দায়ী থাকবে বিজেপি : কানিমোঝি

Type /

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): সংসদ ভবনে নিরাপত্তায় বিচ্যুতির জন্য বিজেপিকে দায়ী করলেন ডিএমকে সাংসদ কানিমোঝি। তাঁর মতে, “দেশের নিরাপত্তা লঙ্ঘনের জন্য দায়ী থাকবে বিজেপি।” সংসদে ভবন নিরাপত্তায় গলদ ইস্যুতে লোকসভায় হইহট্টগোলের জন্য শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে ডিএমকে সাংসদ কানিমোঝিকে। শুক্রবার সকালে সংসদ চত্বরে অন্যান্য সাসপেন্ড হওয়া সাংসদদের সঙ্গে বিক্ষোভ দেখান কানিমোঝি।

পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বিজেপি বারবার বলে আসছে তাঁরাই একমাত্র দেশকে রক্ষা করতে পারে, অথচ সংসদকেও রক্ষা করতে পারল না। প্রধানমন্ত্রী সংসদের ভেতরে থাকতে পারতেন। তাঁরা নিজেদের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারেনি এবং তারপর তাঁরা বলছে আমরা বিষয়টিকে নিয়ে রাজনীতি করছি… যাই ঘটুক না কেন সরকারকে জবাবদিহি করতে হবে। দেশের নিরাপত্তা লঙ্ঘনের জন্য তারা দায়ী থাকবে।”

to choose a block