আগরতলা, ১৪ ডিসেম্বর : নাবালিকা বিবাহ যেন কিছুতেই বন্ধ হচ্ছে না। গোপন খবরের ভিত্তিতে আজ দুপুরে শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর বাঁশ বাগান কলোনি এলাকায় নাবালিকার বিয়ে আটকাতে সক্ষম হয়েছে প্রশাসন।
ডিসিএম সুজিত কুমার দাস জানিয়েছেন, আজ দুপুরে সদর মহকুমা শাসকের কাছে একটি খবর আসে শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর বাঁশ বাগান কলোনি এলাকায় ১৬ বছরের এক নাবালিকা মেয়ের হাপানিয়া এলাকার এক যুবকের সাথে হতে বিয়ে হতে চলেছে। ওই খবরের ভিত্তিতে ঘটনাস্থালে ছুটে গিয়েছে ডিসিএম ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকগণ।