আগরতলা, ১৪ ডিসেম্বর: আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে বিপুল ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রীকে উপহার দেবে বিজেপি সরকার। সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ মন্ডল স্বশক্তিকরণ কমসূচি যুব মোর্চা উদ্যোগে বাইক মিছিলে অংশগ্রহণ করে একথা বলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত।
এদিন পাপিয়া দত্ত বলেন, লোকসভা নির্বাচন দোরগোড়ায় এসে পড়েছে। নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি আরও বলেন, মন্ডল স্বশক্তিকরণ কমসূচি যুব মোর্চা উদ্যোগে ৬০টি বিধানসভায় বাইক মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আজ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে বাইক মিছিল অনুষ্ঠিত হয়েছে।এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে বিপুল ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রীকে উপহার দেবে বিজেপি সরকার বলে জানান পাপিয়া ।