বিলোনিয়ায় অনূর্ধ্ব ১৩ ক্রিকেট শুরু জয় দিয়ে সূচনা আমজাদনগর স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর।। জয় দিয়ে শুরু আমজাদ নগর দ্বাদশ শ্রেণী স্কুলের। বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে আমজাদ নগর দ্বাদশ শ্রেণী স্কুল ৩০ রানের ব্যবধানে বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী স্কুল কে পরাজিত করেছে। পাঁচ দলীয় এই টুর্নামেন্টের প্রাথমিক পর্বে লীগ পর্যায়ের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়ে আমজাদ নগর স্কুল দল শুরুতেই সাফল্যের ভিত্তি স্থাপন করে নিয়েছে। সকালে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের পর ম্যাচ শুরু হয়েছে। সকাল ১০ঃ২৫ নাগাদ খেলা শুরুতে টস জিতে আমজাদ নগর দ্বাদশ শ্রেণি স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভার খেলতে পারেনি।‌ তবে ৩৮.১ ওভার খেলে ১১১ রান সংগ্রহ করে। দলের পক্ষে টেল এন্ডাররা তেমন রান সংগ্রহ করতে না পারলেও ওপেনার জয়দেব ভৌমিকের সর্বাধিক ৩৪ রান এবং আকাশ হোসেনের ২৮ রান বেশ উল্লেখযোগ্য। অতিরিক্ত খাতে প্রাপ্ত ৩২ রানও তাদের অনেকটা কাজে এসেছে। বিদ্যাপীঠ স্কুল দলের দেবজিৎ ভৌমিক একাই পাঁচটি উইকেট পেয়েছে চার রানের বিনিময়ে। এছাড়া দীপ্তনু পাল দুটি এবং সুমন ভৌমিক, রাজবীর ভূঁইয়া ও রণবীর নাথ একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণি স্কুল দল ২৬.১ ওভার খেলে ৮১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। অর্কনীর দত্ত সর্বাধিক ২৭ রান সংগ্রহ করলেও অন্য ব্যাটার্সদের ব্যর্থতায় দল শেষ রক্ষা করতে পারেনি। অতিরিক্ত খাতে যুক্ত ২০ রান উল্লেখ করার মতো ছিল। ‌ আমজাদ নগর স্কুল দলের বোলার রাকিবুল ইসলাম নীরব ১৩ রানে চারটি উইকেট পেয়েছে। এছাড়া, আজাদ মিয়া, রহিদ মিয়া, সায়ন বোস প্রত্যেক একটি করে উইকেট পেয়েছে।  আগামীকাল টুর্নামেন্টের দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে। নর্থ বিলোনিয়া গ্রাউন্ডে বরপাখারি দ্বাদশ শ্রেণী স্কুল খেলবে বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে। আমজাদ নগর গ্রাউন্ডে কার্য কলোনী দ্বাদশ শ্রেণি স্কুল খেলবে বিদ্যাপীঠ স্কুলের বিরুদ্ধে।