নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর : শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভায় ঢুকে আচমকাই হানা দেন দুই যুবক। দুই যুবক চেম্বারে ঢুকে ‘রং বোমা’ ছোড়েন। হলুদ রঙের গ্যাস ছড়িয়ে পড়ে চারদিকে। তবে নিরাপত্তারক্ষীরা নন, হানাদারদের ধরেছেন লোকসভারই দুই সাংসদ।
আজ সভা চলাকালীন লোকসভায় ঢুকে আচমকাই হানা দেন দুই যুবক। তাঁরা সভার মাঝে ‘রং বোমা’ ছোড়েন এবং স্লোগান দিতে শুরু করেন। আচমকা এই হানায় আতঙ্কিত হয়ে পড়েন সাংসদদেরা। কিছু ক্ষণের মধ্যে হানাদারদের ধরে ফেলা হয়। তবে নিরাপত্তারক্ষীরা নন, হানাদারদের ধরেছেন লোকসভারই দুই সাংসদ। বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ মালুক নাগর এবং রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) সাংসদ হনুমান বেনিওয়াল। এই দুই সাংসদই হানাদার যুবকদের ধরেছেন। তার পর তাঁদের তুলে দেওয়া হয়েছে নিরাপত্তারক্ষীদের হাতে। মালুক উত্তরপ্রদেশের বিজনৌরোর সাংসদ। হনুমান রাজস্থানের নাগৌর কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। তিনি আরএলপি দলের প্রেসিডেন্ট।