আগরতলা, ১৩ ডিসেম্বর : আচমকাই অফিস লেন স্থিত অদ্বৈত মল্লবর্মন অতিশীশালায় পরিদশর্নে গিয়ে কর্মীদের কর্তব্যের চরম গাফিলতি দেখে ভীষণ অবাক হয়েছেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সরকারি অতিথিশালায় হানা দিয়ে মদের বোতল বের করলেন খোদ মন্ত্রী। আগামী এক সপ্তাহের মধ্যে কর্মীদের অথিতিশালা পরিষ্কার করার সময় সীমা বেঁধে দিয়েছেন তিনি।
এদিন তিনি বলেন, অতিথিশালার ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই আজকের এই পরিদর্শন। কিন্তু দুর্ভোগে বিষয় পরিদর্শনে এসে তিনি দেখতে পেয়েছেন অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে এই অথিতিশালা। ঘর থেকে শুরু করে শৌচালয় অপরিষ্কার অবস্থায় রয়েছে। কর্মীদের কর্তব্যের চরম গাফিলতি দেখে ভীষণ অবাক হয়েছেন মৎস্য দপ্তরের মন্ত্রী।
এদিন তিনি কর্মীদের হঁশিয়ারি দিয়ে বলেন, আগত অতিথিদের সঠিক পরিষেবা প্রদান না করা হলে সরকারের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে অথিতিশালা পরিষ্কার করার সময় সীমা বেঁধে দিয়েছেন তিনি।