দুবাইয়ে গ্রেফতার মহাদেব অ্যাপের মালিক রবি উপ্পল, ইডি-র জন্য উল্লেখযোগ্য সাফল্য

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): উল্লেখযোগ্য সাফল্য পেল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। দুবাই পুলিশ গ্রেফতার করেছেন মহাদেব বুক অনলাইন বেটিং সিন্ডিকেট-এর প্রধান অভিযুক্ত রবি উপ্পলকে। মঙ্গলবার রবিকে গ্রেফতার করেছে দুব্বই পুলিশ। মহাদেব বুক অনলাইন বেটিং সিন্ডিকেটের দুই প্রধান অভিযুক্তের মধ্যে একজন হল রবি উপ্পল।

মহাদেব অনলাইন বেটিং অ্যাপের দুই প্রধান কর্তার মধ্যে একজন রবিকে, ইডি-র নির্দেশে ইন্টারপোলের জারি করা রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ গ্রেফতার করেছে। ৪৩ বছর বয়সী রবিকে গত সপ্তাহে সে দেশে আটক করা হয়েছিল বলে জানা গিয়েছে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তৃপক্ষ তাকে ভারতে ফেরত আনার জন্য দুবাই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।