দুর্গাপুর, ১২ ডিসেম্বর (হি. স.) : গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই সশস্ত্র দুস্কৃতী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে অন্ডালের উখড়ায়।
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের নাম মহঃ টিপু রানীগঞ্জের রাজারবাঁধ এলাকার বাসিন্দা। অন্যজন সৈয়দ নিজামুদ্দিন রানীগঞ্জের মাজার শরীফের বাসিন্দা। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উখড়ার চঞ্চনি কোলিয়ারী এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল ও দু রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। বুধবার ধৃতদের দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

