ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর।। বিশাল স্কোরের লক্ষ্যে এগুচ্ছে বিদর্ভ। অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে ত্রিপুরা তৃতীয় ম্যাচে বিদর্ভের সামনেও আত্মসমর্পণের লক্ষ্যে এক প্রকার নীল ডাউন হয়ে গেছে। প্রথম দিন পুরোটা ব্যাটিং উপভোগ করেছে বিদর্ভ। ৫ উইকেট হারিয়েছে তবে ৩ শতাধিক রান সংগ্রহ করে অনেকটা সাবলীল। শুধু তাই নয় আগামীকাল দ্বিতীয় দিনের প্রায় অর্ধেক সময়ের মধ্যে পাহাড় প্রমাণ রান গড়বে। চ্যালেঞ্জ ছুড়ে দেবে ত্রিপুরার সামনে। বলবে ক্ষমতা থাকলে ইনিংস হারের তকমা গা থেকে ঝেড়ে দেখাও। আতঙ্কে জুবুথুবু বিজয় মার্চেন্ট ট্রফির ত্রিপুরার ক্রিকেটাররা প্রথম ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে ইনিংস সহ ২৩৭ রানে পরাজয় এবং দ্বিতীয় ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ইনিংস সহ ৬০ রানের ব্যবধানে হেরে বিদর্ভের কাছেও ট্র্যাডিশনাল পরাজয়ের প্রহর গুনছে। গুয়াহাটিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের স্টেডিয়ামে আজ, সোমবার ম্যাচ শুরুতে টস জিতে বিদর্ভ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। দিনভর ৮৯ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ক্রীশ সোনকারসের ১১৫ রান, যশ চৌদের ৫২ রান, সরবেশ ইকহানকারের ৫১ রান উল্লেখযোগ্য। দক্ষ যাদব ৪৫ রানে এবং জয়েশ জগদীশ ৬ রানে উইকেটে রয়েছে। ত্রিপুরা দলের নীতিশ কুমার সাহানি দুটি এবং রিয়াদ হোসেন, দেবজ্যোতি পাল ও জয়দীপ দত্ত একটি করে উইকেট পেয়েছে।
2023-12-11

