নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী সকাশে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব সাক্ষাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) : আজ সোমবার নয়াদিল্লিতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন অসমের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। প্ৰধানমন্ত্ৰীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের আইন–শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে অবগত করেন মুখ্যমন্ত্ৰী। প্রধানমন্ত্রী ছাড়াও মুখ্যমন্ত্রী ড. শর্মা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
এছাড়া প্রধানমন্ত্রীকে অসম সফরের জন্য আমন্ত্ৰণ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী ড. শর্মা। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে এ খবর জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্ৰী। তিনি জানান, অসমে বেশ কয়েকটি প্রস্তাবিত প্ৰকল্পের শিলান্যাস করতে দেশের প্ৰধানমন্ত্ৰীকে আমন্ত্ৰণ জানিয়েছেন। প্রকল্পগুলির মধ্যে অন্যতম কামাখ্যা করিডর, শিবসাগর মেডিক্যাল কলেজ হাসপাতাল, যোরহাটে সংস্থাপিত বীর লাচিতের পূর্ণাবয়ব মূৰ্তির আবরণ উন্মোচন এবং তিনসুকিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল।

হিমন্তবিশ্ব শৰ্মা তাঁর পোস্টে লিখেছেন, ‘এছাড়া ২০২৪ সালে অসম বাণিজ্য সম্মেলন আয়োজন করার ব্যাপারে তিনি প্ৰধানমন্ত্ৰীর পরামৰ্শ চেয়েছেন। আমাদের লক্ষ্য, বেসরকারি বিনিয়োগকে আকৰ্ষিত করার পাশাপাশি আমাদের অৰ্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করতে এক মঞ্চ হিসেবে প্ৰতিষ্ঠা করা।’