কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.) : সোমবার রাসবিহারী অ্যাভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ২টি বাইক ও একটি অটোয় ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। তবে দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তায় এর জেরে তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১এ রুটের একটি বাস লেক মার্কেটের পাশ দিয়ে দেশপ্রিয় পার্কের দিকে যাচ্ছিল। বাসের সামনে আচমকা একটি অটো চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো ও পর পর দুটি বাইকে ধাক্কা দেয়। এর পরই বাসটি ঘুরে রাস্তার একদিক থেকে আর একদিকে চলে আসে।
এই দুর্ঘটনার জেরে গোটা রাসবিহারী অ্যাভিনিউ থেকে কসবা পর্যন্ত দীর্ঘ রাস্তায় যানজট তৈরি হয়। প্রচুর গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। ব্যস্ত রাস্তাকে দ্রুত সচল করতে ট্রাফিক পুলিশ উঠেপড়ে লাগলেও যানজট সামলাতে অনেকটা সময় লাগে।