আহমেদাবাদে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক ফুটপাটবাসী মহিলার, আহত ১

আহমেদাবাদ, ১১ ডিসেম্বর (হি.স.) : গুজরাটের আহমেদাবাদে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে একজন ফুটপাতবাসী মহিলার। তাঁর স্বামী গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে গুজরাটের আহমেদাবাদ শহরের ফুটপাতে নাগরিক সংস্থার একটি ট্রাক মহিলাকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় নাগরিক সংস্থার ট্রাকটি এদিন একটি মাউন্ট করা মেশিন ব্যবহার করে ফুটপাত পরিস্কার করার কাজ করছিল। ট্রাকের চালক চাকার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে ধাক্কা দেয়। মৃতার নাম প্রেমিলাবেন (৩৯)। এম-ডিভিশন ট্রাফিক পুলিশ স্টেশনের একজন আধিকারিক জানিয়েছেন, মৃতা দুর্ঘটনার সময় ফুটপাতে রান্না করছিলেন। আচমকাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ও তাঁর স্বামীকে ধাক্কা দেয়। তাঁর স্বামী প্রাণে বেঁচে গেলেও তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভোর ৫টার দিকে ভাসনা এলাকায়। এই এলাকার ফুটপাতেই এদের বাস ছিল। মহিলার স্বামীকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সোলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ আধিকারিক জানিয়েছেন, মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।