ঘরের মাঠে প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে ইনিংস পরাজয়ের সামনে ত্রিপুরা

মুম্বাই-‌ ৫২৪/‌৫

ত্রিপুরা-‌ ১০২ &‌ ৫৩/‌১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। মরশুমে তৃতীয় পরাজয়ের প্রহর গুনছে ত্রিপুরা। এখন দেখার শেষ দিন সোমবার ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা কতটা লড়াই ছুড়ে দিতে পারে। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমির ২২ গজে মুম্বাইয়ের ব্যাটসম্যান-‌রা দাপট দেখালেও ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা কার্যত লুটিয়ে পড়েন। মুম্বাইয়ের গড়া ৫২৪ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে মাত্র ১০২ রান করতে সক্ষম হয়। ৪২২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের যখন খেলা শেষ হয় তখন ত্রিপুরা ১ উইকেট হারিয়ে ৫৩ রান করে। ঘরের মাঠে রাজ্যদল এখনও পিছিয়ে রয়েছে ৩৬৯ রানে। এদিন সকালে মন্দ আলোর জন্য নির্ধারিত সময়ের পরে খেলা শুরু হয়। পুরো দিনে ৯০ ওভারও খেলা হয়নি। এরপরও বেহাল অবস্থা ত্রিপুরার। প্রথম ইনিংসে মাত্র ৪৭.‌৫ ওভার ব্যাট করতে সক্ষম হয় রাজ্যদলের কাগুজে কলমে তারকা ব্যাটসম্যান-‌রা। ওপেনার দ্বীপজয় দেব এবং সপ্তজিৎ দাস যদি সাময়িক প্রতিরোধ গড়ে তুলতে না পারতেন তাহলে ত্রিপুরার স্কোর লজ্জাজনক হতো। দ্বীপজয় ৭৯ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং সপ্তজিৎ ৩৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। এছাড়া প্রীয়ান্স মিত্র ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। এছাড়া ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। মুম্বাইয়ের পক্ষে আয়ুষ শচীন ভারতাক ২৪ রান দিয়ে, অগাস্থা বানগেরা ৩৩ রানে ৩ টি করে। দলনায়ক মনন ভাট ১২ রানে এবং আকাশ পাওয়ার ১৫ রানে ২ টি করে উইকেট দখল করেন। ৪২২ রানে পিছিয়ে থেকে ফলোঅনে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে ত্রিপুরা ১৮.‌৩ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৫৩ রান করে। দ্বীপজয় দেব ৫১ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাঊউন্ডারির সাহায্যে ৩৩ রানে এবং প্রীতম দাস ৫৯ বল খেলে ১৫ রানে অপরাজিত থেকে যান। মুম্বাইয়ের পক্ষে একমাত্র উইকেটটি দখল করে আকাশ পাওয়ার ৫ রান খরচ করে। ত্রিপুরা এখন পিছিয়ে রয়েছে ৩৬৯ রানে। পরাজয় অনেকটাই নিশ্চিত ত্রিপুরা। একমাত্র মন্দ আলোই বাচাতে পারে ত্রিপুরাকে। যতটুকু খবর, সোমবার সকালেও ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে আকাশ।  ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *