বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে এন্ট্রির শেষ দিন আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। স্যন্দন পত্রিকার উদ্যোগে ত্রয়োদশতম (১৩তম) বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা আগামী ১৫ ডিসেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে। এমবিবি কলেজ মাঠে ওইদিন সকালে এই আসরের উদ্বোধন হবে। আসরের উদ্বোধন করবেন স্যন্দন পত্রিকার সম্পাদক ও স্যন্দন টিভির ম্যানেজিং ডিরেক্টর সুবল কুমার দে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ও সম্মানীয় অতিথিদের নাম পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে। ফাইনাল ম্যাচের শেষে হবে পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠান। এতে রাজ্যের ২ জন ক্রীড়া সাংবাদিক উৎপল ভট্টাচার্য ও দীপক দে এবং একজন চিত্রসাংবাদিক সুখেন শর্মাকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। আসরে সুদৃশ্য ট্রফি সহ চ্যাম্পিয়ন দলকে দুই হাজার টাকা, রানার্স-আপ দলকে দেড় হাজার টাকা ও ম্যান অফ দ্য টুর্নামেন্টকে এক হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া, টুর্নামেন্টে সর্বাধিক স্কোরার, বেস্ট বোলার এবং বেস্ট ফিল্ডারেরও পুরস্কার দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। এবারের আসরটির স্পন্সরর হিসেবে রয়েছে আই.এল.এস হসপিটাল, ত্রিপুরা স্টেট এইডস্ কন্ট্রোল সোসাইটি, সাহা ড্রাগস ডিস্ট্রিবিউটার, ব্লুস্টার। এবারকার বুদ্ধ গুপ্ত স্মৃতি আসরও রাজধানী আগরতলা কেন্দ্রিক হবে। এতে রাজ্যের মিডিয়া হাউসে কর্মরত সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং ভিডিও এডিটর-রা অংশ নিতে পারবেন। আসরে অংশ নিতে ইচ্ছুক দলগুলিকে সর্বাধিক ৮ জন খেলোয়াড়ের তালিকা ও খেলোয়াড়দের পরিচয় পত্র সহ আগামীকাল রাত ৮টার মধ্যে স্যন্দন ভবনে এন্ট্রি জমা করতে বলা হচ্ছে। লটারির মাধ্যমে ক্রীড়াসূচি তৈরি করে তা যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *