গাঁজা বিরোধী অভিযানে বিশালগড় ও বিশ্রামগঞ্জ থানার  সাফল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম,১০ ডিসেম্বর।।আবারো গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেলো বিশ্রামগঞ্জ থানার পুলিশ। রবিবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ এর নেতৃত্বে থানার পুলিশ ইন্সপেক্টর মিঠুন সাহা,সহ থানার অন্যান্য পুলিশ ও টিএস আর বাহিনী লাটিয়াছড়া রামকৃষ্ণ পাড়া এলাকার খাস জমিতে গড়ে ওঠা গাঁজা বাগানে অভিযান চালিয়ে ৪টি প্লটে আনুমানিক ১০,০০০ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয়।

 অন্যান্য বছরের মতো এই বছরেও বিশ্রামগঞ্জ থানা এলাকার শুধু লাটিয়াছড়া নয় তক্তোমার ডুং এলাকার সরকারি খাস জমিতেও লক্ষ লক্ষ গাঁজা গাছ গড়ে উঠেছে।  বিভিন্ন মহল থেকে ধারণা করা হচ্ছে যদি পুলিশ ইচ্ছে করে তাহলে অবশ্যই বিশ্রামগঞ্জ থানা এলাকার যতগুলি গাঁজা বাগান রয়েছে সবগুলি বাগান কেটে ধ্বংস করতে। যদিও রবিবারের এই গাঁজা বিরোধী অভিযানের ব্যাপারে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে কোন তথ্য দিতে রাজি হননি।

 অন্যদিকে বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে হাজারী চৌমুহনী নেহাল চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত সরকারি ৪৮ কানি জমিতে গড়ে ওঠা গাঁজা বাগানে অভিযান চালায়। অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি তাপস দাস সহ বিশালগড় থানার সমস্ত পুলিশ কর্মীরা তাছাড়া বিশাল মহিলা থানার পুলিশ সহ টিএসআর ১১ নং ব্যাটেলিয়ানে জোওয়ানরা। সকাল আটটা ৩০ থেকে শুরু করে দুপুর ১২ঃ৩০ পর্যন্ত ৪৮ কানি জমিতে গড়ে ওঠা ৬৭৫০০ গাঁজা গাছ ধ্বংস করে।

জানাযায় গাঁজা কারবারিরা সরকারি জমিকে দখল করে এ গাঁজা বাগান তৈরি করেছে। তবে উক্ত ঘটনার সঙ্গে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তবে এই বিষয়ে বিশালগড় থানা পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে এ গাঁজা বাগান যারা করেছেন তাদের গ্রেফতার করতে মাঠে নেমেছে। এই শীতের মৌসুমে বিশালগড় থানা পুলিশের এই অভিযান প্রতিনিয়ত জারি থাকবে বলে জানান ওসি তাপস দাস।