নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর : খুনের অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করলেন এলাকাবাসীরা। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর রাজধানীর অদূরে চান্দিনামুড়া এলাকায় খুন হন গাড়ি চালক বলরাম সাহা। এই ঘটনার সাথে যুক্ত এক জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসীদের দাবি এই ঘটনার সাথে আরও লোক জড়িত রয়েছে। এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের দাবিতে এলাকার লোকজন রবিবার রামনগর ফাঁড়ি থানা ঘেরাও করে। হাতে প্লেকার্ড নিয়ে এলাকাবাসিরা এইদিন রামনগর ফাঁড়ি থানা ঘেরাও করে।
এলাকাবাসিদের দাবি এই হত্যার ঘটনার সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। থানা ঘেরাও করার পাশাপাশি এইদিন এলাকাবাসিরা রামনগর ফাঁড়ি থানার ওসির নিকট ডেপুটেশান প্রদান করে। উল্লেখ্য, বলরাম সাহা নেতাজি সংঘ ক্লাবের একটি মিটিং-এ গিয়েছিলেন, তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে থানায় মিসিং ডাইরিও করা হয়। এরই মধ্যে সেদিন সকালে বাড়ির অদূরে ধান ক্ষেতের একটি ড্রেইন থেকে বলরাম সাহার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থলের অদূরে রয়েছে রক্তের দাগ। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ শনাক্ত করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মৃত ব্যক্তির এক নিকট আত্বীয় জানান শনিবার রাতে স্থানীয় নেতাজি সংঘ ক্লাবের মিটিং-এ উপস্থিত ছিল। মিটিং শেষ হওয়ার পর একজনের সাথে চা খেতে যায়। তারপর থেকে নিখোঁজ হয়ে যান বলরাম সাহা। এরই মধ্যে এলাকার এক মহিলা রবিবার সকালে ধান ক্ষেতের ড্রেইনে বলরাম সাহার মৃতদেহ দেখতে পায়।