গোসাঁইগাঁওয়ে হাতির হামলা, হত ব্যক্তি

গোসাঁইগাঁও (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : কোকরঝাড় জেলার অন্তর্গত গোসাঁইগাঁও মহকুমায় হাতির হামলায় জনৈক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিকে নবীননগরের বাসিন্দা বছর ৫৪-এর প্ৰমে কিসকু বলে শনাক্ত করা হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, ঘটনা আজ রবিবার ভোররাতের দিকে গোসাঁইগাঁও মহকুমার অধীনস্থ কচুগাঁও ফরেস্ট ডিভিশনের অন্তর্গত নবীননগরে সংঘটিত হয়েছে। এদিন সকালে জনমানব শূন্য এলাকায় প্রমে কিসকুর নিথর দেহ দেখে স্থানীয় থানায় খবর দেন কতিপয় প্ৰত্যক্ষদর্শী।

ধারণা করা হচ্ছে রাইমনা জাতীয় উদ্যান থেকে হাতির দল ওই এলাকায় এসে প্রমে কিসকুর ওপর হামলা চালিয়ে মেরে ফেলেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ ও বন কর্মীর এক দল। পুলিশ প্রাথমিক এনকুয়েস্ট করে মৃতদেহটি উদ্ধার করে গোসাঁইগাঁও সরকারি হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে।