BRAKING NEWS

কংগ্রেস মানেই কালোটাকা আর দুর্নীতি – বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর : কংগ্রেস মানেই কালোটাকা আর দুর্নীতি – এমনই অভিযোগ এনে রবিবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন পথে বিক্ষোভ মিছিল সংগঠিত করল প্রদেশ বিজেপি। দাহ করা হয় কংগ্রেস সাংসদের কুশপুত্তলিকাও।

ইতিমধ্যেই কংগ্রেস সাংসদ ধীরাজ শাহু এর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে। সাংসদ এর কাছ থেকে ৩০০ কোটি টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশের রাজ্য রাজনীতি। এই চাঞ্চল্যকর ঘটনায় এখনো সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী কেন নীরব সেই প্রশ্ন তুলেছে প্রদেশ বিজেপি। ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার সন্ধ্যায় বিজেপি প্রদেশ কার্যালয় থেকে এক বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত করা হয়েছে। এদিন দলীয় কর্মী সমর্থকেরা এদিন রাজধানী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কংগ্রেসের বিরুদ্ধে ধিক্কার জানায়। দলীয় কার্যালয়ের সম্মুখে এদিন কংগ্রেস সাংসদ ধীরাজ শাহু এর কুশপুত্তলিকা দাহ করেছে।

এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক।
রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তথা কংগ্রেস দল  ইডি, সিবিআই এর বিভিন্ন কাজ, এমনকি নোটবন্দির বিষয়ে  বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন। এদিন নবাদল বণিক প্রশ্ন তুলেন এই কারণেই কি তারা এই বিষয়গুলিতে সরব হয়েছিলেন। কারণ তাদের দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে সেটা তারা বুঝে গেছিলেন বলে দাবি করেন তিনি। এদিন কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমন করে তিনি বলেন, কংগ্রেস মানেই কালোটাকা আর দুর্নীতি। তিনি বলেন, কংগ্রেসের দুর্নীতির বিষয়ে কথা বললে সময় শেষ হয়ে যাবে কিন্তু তাদের দুর্নীতির কাহিনী শেষ হবে না। নবাদল বণিক আরো বলেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পুনরায় জয়ী করে মানুষ এই কালোবাজারির যোগ্য জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *