শ্রীনগর, ৯ ডিসেম্বর (হি.স.) : শ্রীনগরের বাটামালু এলাকায় শনিবার আগুন লেগে ছটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি। শনিবার বাটামালুতে একটি একতলা দোকানে প্রথমে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছয়টি দোকানে ছড়িয়ে পড়লে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর দমকলে খবর দেওয়া হয়। দমকল বিভাগের কর্মীরা সঠিক সময়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঠিক সময়ে দমকল কর্মীরা না এলে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে আরও বিপত্তির সৃষ্টি হতো। দমকলের এক আধিকারিক জানান, ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে পুলিশ।
2023-12-09

