নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর : আজ তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা এলাকার উন্নয়নের স্বার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগের বর্তমান কাজের পরিস্থিতি পর্যালোচনা করার জন্য পরিদর্শনে-এ যান উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।
সেখানে লাইন বিভাগের আধিকারিকদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগদান করেন মন্ত্রী। মূলত করবোং নামক একটি বিপন্ন প্রায় জনজাতি সম্প্রদায়কে ঘিরে এবং যে সকল সুযোগ-সুবিধা থেকে তারা এখনো বঞ্চিত তার সুষ্ঠু ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
সমগ্র ত্রিপুরা জুড়ে এখন এই জনজাতি সম্প্রদায়ের মাত্র ৩৩ টি পরিবার রয়ে গেছে। এই উদ্যোগের লক্ষ্য এই বিপন্ন প্রায় ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা।