হায়দরাবাদ, ৯ ডিসেম্বর (হি.স.) : তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও শনিবার নতুন বিধানসভায় বিআরএস আইনসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। এদিন নবনির্বাচিত বিআরএস বিধায়কদের একটি সভায় নির্বাচনের ঘোষণা করা হয়েছিল। তেলেঙ্গানা বিধানসভায় বিরোধী দলের নেতা হবেন তিনি। বিআরএস, সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে জানিয়েছে যে, “বিআরএস লেজিসলেটিভ পার্টি তেলঙ্গানা ভবনে বিধানসভা অধিবেশনের আগে মিলিত হয়েছিল, সর্বসম্মতিক্রমে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে বিআরএসএলপির নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে”।
সম্প্রতি কেসিআর, সিদ্দিপেট জেলার ইরাভেলেলিতে তাঁর খামারবাড়িতে পড়ে গিয়েছিলেন। সেই দুর্ঘটনায় তাঁর নিতম্বের হাড় ভেঙে গিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা কেসিআর-এর হিপ প্রতিস্থাপনের অস্ত্রোপচার করেছে। কেসিআর বর্তমানে হায়দ্রাবাদের সোমাজিগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।