রায়পুর, ৯ ডিসেম্বর (হি.স.) : সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি সোশ্যাল মিডিয়া এক্স- এ পোস্ট করে কংগ্রেস সংসদীয় দলের (সিপিসি) চেয়ারপার্সন তথা প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে অভিনন্দন জানান।
তিনি এক্স-পোস্টে লিখেছেন, “আমাদের সকলের নেতা, প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে তাঁর জন্মদিনে ত্যাগ, উৎসর্গ এবং দক্ষ নেতৃত্বের সমার্থক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনার জীবন আমাদের সকলের জন্য জনকল্যাণের একটি অধ্যায়। আমরা সবাই আপনার সুস্বাস্থ্য কামনা করি”।

